জাতীয়

আজকের এই দিনে : ২৫ জানুয়ারি ২০১৬

১৮২৪ খ্রিস্টাব্দের এই দিনে কথাসাহিত্যিক ও নাট্যকার সমারসেট মমের জন্ম।১৮২৪ খ্রিস্টাব্দের এই দিনে  মাইকেল মধুসুদন দত্তের জন্ম।১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে রাজনীতিবিদ ও সমাজসেবক অশ্বিনীকুমার দত্তের জন্ম।১৮৭১ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার করেন।১৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত ইংরেজ লেখক সমারসেট মম প্যারিসে জন্মগ্রহণ করেছিলেন।১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তঃমহাদেশীয় টেলিফোন যোগাযোগ প্রতিষ্ঠিত হয়।১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে পঁচিশ মিলিয়ন ডলারে মার্কিন যুক্তরাষ্ট্র ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ কিনে নেয়।১৯২২ খ্রিস্টাব্দের এই দিনে ফ্যাক্টরি আইনে সংশোধনের ফলে সাপ্তাহিক কাজের সময় ৬০ ঘণ্টা ও সপ্তাহান্তে ছুটির বিধান চালু করা হয়।১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ বিখ্যাত সাহিত্যিক এবং প্রাচ্যবিদ এডওয়ার্ড ব্রাউন পরলোকগমন করেন।১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে আমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশির মৃত্যু।১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে।২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাস প্রথম বারের মতো ফিলিস্তিনের স্ব-শাসন কর্তৃপক্ষের নির্বাচনে অংশ গ্রহণ করে এবং ঐতিহাসিক বিজয় অর্জন করে।এইচআর/এমএস

Advertisement