আন্তর্জাতিক

গুজরাটে আবারো ডায়নোসরের ফসিলের সন্ধান

গুজরাটের কচ্ছ এলাকায় আবারো ডায়নোসরের দেহের ফসিলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। কচ্ছের লোদাই এলাকায় এই ডানার ফসিল পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই এলাকাতে থাকতো দশ মিটার লম্বা তৃণভোজী এই ডায়নোসরগুলো।গত ১৯ জানুয়ারি রাজস্থান ও কচ্ছ বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এবং জার্মানির এক অধ্যাপক এই ডানাটি খুঁজে পান। ডানার ফসিলটি ঠিক কোন প্রজাতি ডায়নোসরের তা নিশ্চিত করতে জার্মানিতে গবেষণার জন্য পাঠানো হয়েছে।গবেষকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া ডানার ফসিলটি ১৩ লক্ষ কোটি বছর আগের। ওই এলাকা থেকে এই নিয়ে দ্বিতীয়বার ডায়নোসরের ফসিল উদ্ধার হলো।এর আগে একটি অন্য প্রজাতির ডায়নোসরের ফসিল উদ্ধার হয়। এর আগে যে পায়ের হাড়টি উদ্ধার হয়েছিল সেটি প্রায় ১৬ কোটি বছর আগের ছিল।বিএ

Advertisement