দেশজুড়ে

শার্শায় ৯৮৫ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

স্বাধীনতার ৪৪ বছর পর যশোরের শার্শা উপজেলার ভবানিপুর ও রুদ্রপুর গ্রামের ৯৮৫টি পরিবারে মাঝে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। রোববার বিকেল ৫টা ও ৬টায় নতুন বিদ্যুৎ সঞ্চালনের সুইচ টিপে সংযোগের শুভ উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।স্বাধীনতার ৪৪ বছর পর ঘরে বিদ্যুতের আলো পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন এসব পরিবারের সদস্যরা। ঘরে বিদ্যুৎ আসায় এখন এসব পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়ার অনেক সুবিধা হবে। ভবানীপুর গ্রামে ২৮৫টি ও রুদ্রপুর গ্রামের ৭০০টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।এ উপলক্ষে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিঙ্কুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল প্রমুখ বক্তব্য রাখেন।এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মো. জামাল হোসেন/বিএ

Advertisement