রাজনীতি

মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদাকে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। 

Advertisement

শনিবার (১০ জুন) দিনগত রাত ২টা ৩৫ মিনিটে বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই ম্যাডামকে (খালেদা জিয়া) জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

Advertisement

দলটির আরেক প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে বলেন, আমি শুনেছি। ম্যাডামের বাসার দিকে যাচ্ছি। দোয়া করবেন।

এরইমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার বাসায় এসেছেন।

কেএইচ/এমকেআর

Advertisement