অ-ডানার উড়াল
Advertisement
নিজেকে নষ্ট হতে দিয়ে, নষ্ট হতে দিয়েআমি ভুল পথে বাড়ি ফিরি রোজ।পাপী বিনে কে বোঝে আর আগুনের উত্তাপ?
এই নিমগ্ন রাত্রি শেষে, যদি আমি আবার জেগে উঠিতাহলে সন্ধ্যা ও সকালে, ভোরে ও দুপুরেতুমি ঠিক পালকি সাজাবেই, পারলৌকিক খামে।
****
Advertisement
লবণ থেকে তুলে এনে দৃষ্টির বিভ্রম
তাবৎ সৌন্দর্যের মুখে চুনকালি মেখেনিজেকে নষ্ট করেছি একান্ত স্বৈরাচারে।দায়ী কে? অন্তিম বিচারে ধরা পড়ে যাইবেহায়া মানুষ এক ঘুণ-ছবি আঁকে।
****
দেখাও লাবণ্যে
Advertisement
ফুল কীভাবে ফোটে? পাখি কী করে গায়?কোন অজানায়, নিজেরে হারায়একটু ঘূর্ণিবায়ু?তখন তার ধূলির আস্তরণে,শাদা পানার মতোকিছু শুকনো গবাদির খাবারবিছিয়ে পড়ে থাকে মরানদীর বাঁকেকোনো ফুল কখনো ফোটে নাকোনো পাখি কখনো গায় না।
****
একচল্লিশ কর্মদিবস রাতে
রাতে ঘুম থেকে উঠে তুমি ফানুসকাচের খেলনা দেখো ভেঙে যায় আলগোছেকী করে এমনতরো পাপের সত্য হলে?কাচের মানুষ, হায় তুমি কাচের মানুষ,ঠুনকো জীবন ধরে করো তুমি বাহাদুরি
****
সেটআপ অ্যা মার্জিনিটি
বিহাইন্ড দ্য রকতুমি ঠিক যাযাবর হবেএকটি পথকে ডেকে বলবেহাই-হ্যালো।এ যেন অজানা শোনাবেকেমন আক্ষরিকঠিক যেন ভোর হয়ে এলোসূর্যের সাথে অন্ধকার কিছু।
****
নিয়ন আলো থেকে
যখন পা দুটো ক্লান্ত হয়চেয়ারে বসে পড় দু’ পা তুলেথাক তবে, আর যেয়ো না।ও পথে কাঁটা, তবে তুমি ঘুণনিজেকেই কাটো চরকা কাটায়।ঘোরো, ঘোরো তুমি মানুষ হেযখন পা দুটো ক্লান্ত হয়চেয়ারে বসে পড় দু’ পা তুলে।
****
একটি ক্ষণিকের বিস্মরণ
তবে তুমি লাবণ্য ভরপুর কর্পুরউড়ে উড়ে একদিন শেষ হয়ে যাওকোথায় যাও, কোথায় ফুরাওহে মানুষ, দিনদিন আয়ু কই যায়?ভাবো, ভাবলে ভালো থাকোঅন্যথায় তুমি ডুবে মরো সময়ের স্রোতে।
****
একটি আপেক্ষিক চশমা
মুখে যে লাবণ্যের কথা বললেতা হলে চলুক চশমা, একটি ইন্দ্রিয়মনে করো ক্যাটস আইখুব বেশি ভুল হলে তুমি ঠিক ক্ষমা করে দিও।
****
এখান থেকে অজানা
একটি কর্পোরেট সভ্যতার ওপার থেকেঅজানা এক ফাগুনকে চিঠি পাঠাতে গিয়েইলেক্ট্রিক ডাকে পোস্ট করি কফিন।বিবর্ণ লাশটি মাটিগন্ধহীন মরচে ধরে যায়।
****
কাফনের ওপার থেকে
একটি অন্ধকার কবরের ভেতরনিজেকে বন্দি করি বারোমাসভুলে থাকা পাপ, একজন আজাজিলসব সময় খুলে দিতে চায় কবরের মুখতবু ঘাসে গালিচার ভেতরমাটি স্পর্শে মাটি হয়ে থাকি।
****
ক্লান্তির চিহ্নগুলো
অবাঞ্চিত অক্ষর আমায় কাছে ডাকেকানে কানে বলে কথা, কত কথাআমি এসবকে শুনতে কান পেতে রইকী দিবসকে কী সকালে, সব সময় প্রশ্ন করিমানবজন্ম আসলে ফানুস, তাহলে জীবন কিএ এক তামাশা শুধু, প্রশ্নগুলো জানিউত্তরও অজানা নয়, তবু ভুলে থাকি সব।
****
পিপাসা বর্ষা
বৃষ্টিকে বরণ করার বয়স আর নেইএকটু ভিজলেই জ্বর আসেরেইনকোটের আড়ালে থরথর কাঁপিবৃষ্টিদিনের আড়ালে দেহ ঝরে।চোখের ওপর চশমা, বলিরেখা মুখেশেভ করা গালে হাত বুলিয়েবলছি যে ভালো আছি।
এসইউ/জিকেএস