দেশজুড়ে

৫৬ রকমের ফলের সঙ্গে পরিচিত হলো শিক্ষার্থীরা

টাঙ্গাইলের ধনবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে ফল পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইনের পরিকল্পনা ও বাস্তবায়নে ধনবাড়ী উপজেলা পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফল পরিচিতি অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৫৬ রকমের মৌসুমি ফলের নাম, ইংরেজি নাম, পুষ্টিগুণ, খাওয়ার উপকারিতা ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের মৌসুমি ফল খাওয়ানো হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ তাকমিলা, ভাইস চেয়ারম্যান শামসুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নার লীনা, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ আল ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

নাম জানা-অজানা হরেক রকমের মৌসুমি ফলের সমাহার দেখে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে দীর্ঘদিন পরে বাল্যকালের অতিচেনা ফল দেখে স্মৃতিকাতর হয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।

আরিফ উর রহমান টগর/এসআর/এমএস