জাতীয়

বিদ্যুতের উন্নয়নে দরকার আরো ৪ হাজার কোটি ডলার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হবে। টেকসই উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে প্রয়োজনীয় প্রাথমিক জ্বালানি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিদ্যুৎ খাতে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং আরো ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রক্রিয়ায় রয়েছে। কিন্তু আমাদের প্রয়োজন ৪০ বিলিয়ন (৪ হাজার কোটি) ডলার। রোববার ঢাকার একটি হোটেলে, বাংলাদেশ ইনভেষ্টমেন্ট এবং পলিসি সামিট ২০১৬-এ ‘ইনভেষ্টমেন্ট এবং পিপিপি অপর্চুনিটিজ ইন ইকনোমিক জোনস, টেক পার্স, এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টরস’ শীর্ষক সেশনে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে জিডিপি’র ৩৮% বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসবিজি প্রোগ্রাম বাস্তবায়ন করতে এবং বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি করেছে।   এ সময় প্যানেলে বক্তব্য প্রদান করেন বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, পেন্ডেকার এনার্জি লিমিটেডের রিজনাল কান্ট্রি ম্যানেজার আহমেদ শারনি বিন সোলায়মান ও সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। এসএ/জেএইচ/পিআর

Advertisement