তার পেনাল্টি থেকেই জার্মানির বিপক্ষে সমতাসূচক গোলটি পেয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে ১-১ গোলে জার্মানদের সঙ্গে ড্র করার পেছনে অধিনায়ক হ্যারি কেইনের অবদান বেশ উল্লেখযোগ্য।
Advertisement
তবে শুধুমাত্র গোল করাই নয়, এই একটিমাত্র গোলে মেসি-রোনালদোকে পেছনে ফেলে দিয়েছেন ইংলিশ অধিনায়ক। জাতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ৭১ ম্যাচে ৫০ গোল করেছেন ২৮ বছর বয়সী হ্যারি কেইন।
এই গোলের মধ্য দিয়ে ইংল্যান্ডের জার্সিতে দেশটির হয়ে সর্বকালের সেরা গোলদাতাদের অন্যতম কিংবদন্তি ববি চার্লটনকে পেছনে ফেলে দিয়েছেন কেইন। সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনির চেয়ে মাত্র ৩ গোল পিছিয়ে রয়েছেন তিনি।
তবে ৫০ গোলের মাইলফলকে পৌঁছাতে রুনির চেয়ে কম ম্যাচ খেলেছেন তিনি। শুধু তাই নয়, ৫০তম গোল করেছেন তিনি মেসি এবং রোনালদোর চেয়েও দ্রুততম সময়ের মধ্যে। মেসি এবং রোনালদো দু’জন মিলে খেলেছেন যথাক্রমে ১০৭ ম্যাচ এবং ১১৪টি করে ম্যাচ।
Advertisement
ম্যাচ গোলগড়ের রেকর্ডেও অনেক এগিয়ে ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচপ্রতি তার গোলগড় ০.৭টি করে। শুধুমাত্র কেইনের ক্লাব হটস্পারের কিংবদন্তি জিমি গ্রিভসের গোলগড় রয়েছে ০.৭৭টি করে।
ম্যাচ শেষে এই অসাধারণ অর্জন সম্পর্কে কেইন বলেন, ‘সত্যিই একটা দুর্দান্ত অনুভূতি হচ্ছে আমার। ম্যাচের শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলাম। প্রথমটি বারে লেগে ফিরে আসে। পরেরটিতে ম্যানুয়েল ন্যুয়ার দুর্দান্ত একটি সেভ করে। আমি মনে করি এটা আমাদের অন্যতম একটি সেরা দিন ছিল।’
আইএইচএস/
Advertisement