নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ডিএনভি ক্লোথিং লি. কারখানায় গণহিস্টোরিয়ায় আক্রান্ত হয়ে ১৯ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৯ জনকে নারায়ণগঞ্জে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বাকিরা আদমজী ইপিজেডে চিকিৎসা নিয়েছে। এ সময় অন্যান্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার সকাল সোয়া ১০টায় এ ঘটনা ঘটে। এসময় শ্রমিকদের মধ্যে আতঙ্কের কারণে দুই ঘণ্টা উৎপাদন বন্ধ থাকে।আদমজী ইপিজেডের ডিএনভি ক্লোথিং লি. কারখানায় প্রায় দুই হাজার ৬০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সকালে কারখানায় যে যার কাজে যোগদান করেন। এক পর্যায়ে গণহিস্টোরিয়া আক্রান্ত হয়ে ১৫ শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে ৯ শ্রমিককে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। পাশাপাশি আদমজী ইপিজেডেই ৬/৭ জনকে চিকিৎসা দেয়া হয়। অসুস্থ শ্রমিকদের মধ্যে নাসিমা, সুফিয়া, হাসিনা, শারমিন, সালমা, জেসমিন, শাহিদা, জহুরা, কামরুন্নাহার। ডিএনভি ক্লোথিং লি. এর জেনারেল ম্যানেজার (প্রশাসন) মো. মাইনুল ইসলাম চৌধুরী জানান, এ কারখানায় প্রায় দুই হাজার ৭০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সকাল সোয়া ১০টার দিকে ফিনিশিং বিভাগে হঠাৎ করেই এই গণহিস্টোরিয়া আতঙ্ক দেখা দেয়।নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার তাহমিনা নাজনিন জানান, হিস্টোরিয়া আক্রান্ত হয়ে অসুস্থ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) শাহ আলম জানান, গত ১৮ জানুয়ারি ডিএনভি ক্লোথিং কারখানার এক শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকেই শ্রমিকদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে। এ ঘটনার ওই কারখানায় দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজনও করা হয়।সকাল সোয়া ১০টার দিকে হঠাৎ ১৯ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ৯ জন শ্রমিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর বেশ কয়েকজন শ্রমিককে ইপিজেডেও চিকিৎসা দেয়া হয়। তারা সবাই চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। এখন সকল শ্রমিকই সুস্থ আছেন। আর কারখানার উৎপাদন অব্যাহত রয়েছে।হোসেন চিশতী সিপলু/এআরএ/পিআর
Advertisement