অর্থনীতি

মেলায় রকমারি ছাড়ে হরেক রকম ফার্নিচার

ঘরের অলংকার আসবাব। সৌন্দর্য বাড়াতে নান্দনিক আসবাবপত্রের বিকল্প নেই। তাই ক্রেতা-দর্শনার্থীদের কথা চিন্তা করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন সাজিয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ফার্নিচার। অফিস কিংবা বাসা বাড়ি সব রকম ফার্নিচার প্রদর্শন করছে মেলায়। ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানগুলো দিচ্ছে নিশ্চিত উপহার, ফ্রি হোম ডেলিভারিসহ বিভিন্ন অঙ্কের নগদ ছাড়ের বিশেষ অফার। রয়েছে কিস্তিতে মূল্য পরিশোধেরও সুবর্ণ সুযোগ।কার্জন হলের আদলে গড়া প্রধান গেটের ভিতর দিয়ে বাণিজ্য মেলা প্রাঙ্গণে ঢুকতে না ঢুকতেই দর্শনার্থীদের চোখে পড়বে বিশাল আকারের দৃষ্টিনন্দন ফার্নিচারের প্যাভিলিয়ন। নাদিয়া, হাতিল, আক্তার, পার্টেক্স, নাভানা ও রিগ্যালসহ সব  ব্র্যান্ডের ফার্নিচার রয়েছে মেলায়। আকর্ষণীয় ডিজাইন ও নতুন মডেলের বিভিন্ন আসবাব দিয়ে পসরা সাজিয়েছে তারা। মেলায় অংশ নেয়া দেশের অন্যতম বৃহৎ আসবাব তৈরির প্রতিষ্ঠান আক্তার ফার্নিচারের ডেপুটি জেনারেল ম্যানেজার (বিক্রয়) মো. তাজুল ইসলাম বলেন, গুণগত মানের সলিট কাঠের দৃষ্টিনন্দন ডিজাইনে আক্তারের ফার্নিচার তৈরি হয়। তাই আমাদের কোম্পানির ফার্নিচারের প্রতি ক্রেতা-দর্শনার্থীদের একটু বেশি আগ্রহ। বাণিজ্য মেলা উপলক্ষে ১৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় দিচ্ছি। ভালোই সারা পাওয়া যাচ্ছে।    বাণিজ্য মেলায় নান্দনিক আসবাবের পসরা সাজিয়েছে দেশের বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিগ্যাল ফার্নিচার। কথা হয় মেলার দায়িত্বে থাকা রিগ্যালের এরিয়া ম্যানেজার ফায়াজুল ইসলামের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, সব ধরনের ক্রেতা-দর্শনার্থীদের কথা মাথায় রেখে স্বল্প মূল্যে বিশ্ব মানের আসবাব নিয়ে এসেছে রিগ্যাল। পণ্য হিসেবে প্রাণ আরএফএল গ্রুপের সুনাম রয়েছে। মেলার দিন যতই যাচ্ছে আমাদের ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। বিক্রিও ভালো হচ্ছে। তবে মেলার অংশগ্রহণের মূল উদ্দেশ্য দেশের মানুষের কাছে আমাদের রিগ্যালের পণ্যের পরিচয় করিয়ে দেয়া। মেলায় ক্রেতাদের সম্মানে ১৫ শতাংশ বিশেষ ছাড় দেয়া হচ্ছে একই সঙ্গে ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে। ফায়াজুল ইসলাম বলেন, খাট, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল, সোফা, ডাইনিং, চেয়ার থেকে শুরু করে ঘরের প্রায় ১০০টিরও বেশি আসবাব মিলবে রিগ্যালের প্যাভিলিয়নে। সুন্দর ও আকর্ষণীয় ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে কাঠ, ফ্লাই উড ও মেটাল দিয়ে। নাভানা ফার্নিচারের সিনিয়র সহকারি পরিচালক সিমা রায় বলেন, আমাদের ফার্নিচারের বিশেষত্ব হচ্ছে নিজস্ব সিজনিং প্লান্ট, ফলে কোনো রকম পোকা ধরে না। কাঠের তৈরি ফার্নিচারগুলো হচ্ছে মেহগনির। এছাড়া রয়েছে স্টিল ও মেলামাইন বোর্ডের ফার্নিচার। মেলা উপলক্ষে নাভানা ফার্নিচারে বিভিন্ন ধরণের পণ্যে ৭-১৫ শতাংশ নগদ ছাড় দেয়া হচ্ছে। এছাড়া রয়েছে ঢাকার মধ্যে যে কোনো জায়গায় ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা। নাভানার পণ্য কিনে সোস্যাল ইসলামি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংকসহ ৮টি ব্যাংকের মাধ্যমে ৩-১৮ মাসের মধ্যে কিস্তিতে পরিশোধের সুবিধা রয়েছে বলে জানান সিমা রায়। নাদিয়া ফার্নিচারের জ্যেষ্ঠ নির্বাহী (বিএম) অফিসার সুমন পারভেজ বলেন, আমাদের ফার্নিচারের বেশিরভাগ কাঁচামাল সরবরাহ করা হয় কানাডা এবং মালয়েশিয়া থেকে। আর এখানে স্বল্পমূল্যে দেয়া হচ্ছে- মানসম্পূর্ণ আকর্ষণীয় বাসা এবং অফিসের ফার্নিচার। তিনি উদাহরণ দিয়ে বলেন, এখানে একটি মুন বেডসিট রয়েছে। যার সঙ্গে একটি আলমারি ও ড্রেসিং টেবিল আছে। দাম ৬২ হাজার ৬২৫ টাকা। এতো অল্প দামে মানসম্পূর্ণ ফার্নিচার আর কোথাও পাওয়া যাবেনা বলে জানান তিনি। মেলায় রাজধানীর গুলশান থেকে আসা এক গৃহিনী তাসলিমা বলেন, আমাদের নতুন সংসার। ফার্নিচারে কিনবো। মেলায় সব ব্র্যান্ডের ফার্নিচার পাওয়া যাচ্ছে। ঘুরে দেখছি কয়েকটি ব্র্যান্ডের ফার্নিচার পছন্দও হয়েছে। কিন্তু দাম অনেক বেশি আমাদের বাজেটের বাহিরে। আরো দেখবো পছন্দের সঙ্গে দাম মিললে অর্ডার করবো। উল্লেখ্, গত ১ জানুয়ারি মাসব্যাপী ২১ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ মোট ২২টি দেশ অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য বা টিকিট মূল্য ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য থাকছে ২০ টাকা করে।   এসআই/জেডএইচ/আরআইপি

Advertisement