ক্যাম্পাস

জাতীয় পরিবেশ পদক পেলো বুয়েট

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক-২০২০ পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

Advertisement

গত রোববারবিশ্ব পরিবেশ দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে এই পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৭ জুন) বুয়েট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পরিবেশ পদকে ভূষিত হয়েছে বুয়েট। এ পুরস্কার গ্রহণ করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত ইসলাম।

এর আগে, ‘পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি’ ক্যাটাগরির প্রতিষ্ঠান পর্যায়ে বুয়েটকে জাতীয় পরিবেশ পদক-২০২০ জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এ সম্পর্কিত গেজেট গত ২৫ মে রাষ্ট্রপতির আদেশক্রমে ও উপসচিব ড. মো. মনসুর আলমে সইয়ে পাশ হয়।

এমএইচএম/এমপি/এএসএম

Advertisement