ফের ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি নির্বাচিত হয়েছেন অমিত শাহ। রোববার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলটির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে এক বৈঠকে অমিত শাহর নাম প্রস্তাব করেন। পরে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার। নয়া দিল্লির অশোকা রোডে বিজেপির কার্যালয়ে দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে লালকৃষ্ণ আদবাণী, মুরলী মনোহর যোশীর মতো প্রবীণ নেতারা দলীয় বৈঠকে অংশ নেননি। বিজেপির সভাপতি হিসেবে অমিত শাহর নাম প্রস্তাব করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, দলের নেতা জেপি নাড্ডা, ভেনকাইয়াহ নাইডু ও অনন্ত কুমার।পুনর্নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে রাজনাথ সিং বলেন, অমিত শাহর নেতৃত্বের ওপর আমার পূর্ণ ভরসা আছে। অমিত শাহর নেতৃত্বে দল দারুন সাফল্য পাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।ভেনকাইয়াহ নাইডু বলেন, এই পদে অমিত শাহ সবচেয়ে যোগ্য ব্যক্তি; তার সাংগঠনিক দক্ষতা আছে, সর্বোপরি তিনি আমাদের দলীয় মতাদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। অমিত শাহকে শুভেচ্ছা জানাতে আগামী ২৮ জানুয়ারি বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে বসার কথা রয়েছে। আগামী তিন বছর তিনি দলটির সভাপতির দায়িত্ব পালন করবেন। এসআইএস/আরআইপি
Advertisement