ক্যাম্পাস

সম্মেলন দাবিতে রাবি ছাত্রলীগের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সম্মেলনের দাবিতে দুই গ্রুপে বিভক্ত হয়ে বিক্ষোভ মিছিল করেছেন পদপ্রত্যাশী শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক ও সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন রাজুর নেতৃত্বে মিছিল দু’টি পরিচালিত হয়।

Advertisement

সোমবার (৬ জুন) বিকেলে প্রথমে সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন রাজু ও পরে সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাকের নেতৃত্বে মিছিল দুটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় ট্রেন্টে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করেন তারা।

পদপ্রত্যাশী বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন রাজু বলেন, বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। কিন্তু এখনো তারা কোনো নতুন কমিটি ঘোষণা করছে না। ঈদের পর শাখা ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা থাকলে এখনও তার সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। আমরা অতিদ্রুত রাবি শাখা ছাত্রলীগের সম্মেলন চাই।

তিনি আরো বলেন, বর্তমান কমিটির মেয়াদ ৬ বছর হতে চললো, অথচ যারা এতোদিন রাজপথে শ্রম দিয়েছে তারা এখনো কমিটিতে আসতে পারেনি। নিয়মিত কমিটি না হওয়ার ফলে একটা জেনারেশনের গ্যাপ সৃষ্টি হয়েছে যা মোটেও কাম্য নয়।

Advertisement

সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটির দাবিতে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমরা চাই দ্রুত নতুন কমিটি দেওয়া হোক। না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালে ২৫তম সম্মেলন হয়েছিল ক্যাম্পাসে। তারপর থেকে আর কোনো সম্মেলন হয়নি। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে রাবি শাখা ছাত্রলীগ। চার বছর আগে কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি দেওয়ার বিষয়ে কেন্দ্রের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। ইতোমধ্যে বর্তমান কমিটির অনেক নেতা ক্যাম্পাস ছেড়েছেন। আবার যারা সক্রিয় আছেন তাদের ছাত্রত্ব নিয়েও রয়েছে প্রশ্ন!

মনির হোসেন মাহিন/এফএ/জেআইএম

Advertisement