জাগো জবস

কীভাবে পাবেন পছন্দের চাকরি

প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে সবারই লক্ষ্য থাকে একটি চাকরির দিকে। তাই পুরোপুরি যোগ্য না হয়েও চাকরির জন্য আবেদন করার অনেক কারণ রয়েছে। গবেষণায় দেখা গেছে, নারীরা তাদের যোগ্যতার শতভাগ হলেই আবেদন করেন যেখানে পুরুষরা ৬০ ভাগ যোগ্য হয়েই আবেদন করেন। সব যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনি যদি কিছু বিষয়ে নজর দেন তাহলে পেতে পারেন আপনার পছন্দের চাকরি।কাভার লেটারে ভালো দিক অনেকেই তাদের কাভার লেটারের ভুল যাচাই করেন না? আপনার নির্ভুল, সুন্দর, নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাভার লেটার আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আপনি কেন করতে চান, আপনার অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিষয়ে আপনার দক্ষতাকে সুন্দরভাবে উপস্থাপন করুন।কোম্পানি সম্পর্কে ধারণাকোম্পানির প্রতিযোগী, সংস্কৃতি, ও বড় কিছু প্রকল্প সম্পর্কে ভাল ধারণা রাখার মাধ্যমে আপনার অভিজ্ঞতার অভাবকে দূর করতে পারেন। যদি কোম্পানির কোন শো-রুম বা ওয়েবসাইট থাকে সেখানে ক্রেতা হিসেবে যান, আর ক্রেতা হিসেবে আপনার অভিজ্ঞতা ইন্টারভিউতে বলুন। আপনার এই অভিজ্ঞতাটি জানার জন্য কোম্পানিকে হয়ত বাজারের উপর জরিপ চালাতে হতো। আপনি কল্পনাও করতে পারবেন না যে কত মানুষ ইন্টারভিউতে যায় অথচ কোম্পানি সম্পর্কে কিছুই ধারণা রাখে না, তাদের থেকে আপনি অনেক দূর এগিয়ে যাবেন।শুনে তারপর বলুনআগে মনোযোগ দিয়ে শুনুন, তারপর বলুন। প্রশ্নকর্তা কি প্রশ্ন করে তা ভালো ভাবে শুনুন। তার সঙ্গে সঙ্গে কথা বলবেন না। অনেক সময় প্রশ্নকর্তার কথার মধ্যেই আপনার উত্তরের ক্লু খুঁজে পাবেন।আপনার অবস্থান ইন্টারভিউতে আপনি শুধু সব প্রশ্নের উত্তর দিয়ে যাবেন এমনটা করলে অনেকটা আপনার দুর্বলতা প্রকাশ পায়। কোম্পানিতে আপনার অবস্থান, কোম্পানির বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করুন, এতে প্রশ্নকর্তারা আপনার অতীত অভিজ্ঞতা থেকে আপনার বর্তমান লক্ষ্যকেই গুরুত্ব দেবে।গুছিয়ে বা ঘুরিয়ে বলুন  কীভাবে উত্তর দেবেন খুঁজে পাচ্ছেন না? সরাসরি কোন অপ্রীতিকর উত্তর দিবেন না, এতে আপনার অনভিজ্ঞতা প্রকাশ পাবে। এমন পরিস্থিতির মুখোমুখি হলে সময় নিয়ে ভেবে একটু ঘুরিয়ে উত্তর দিন।স্বাভাবিক ও ভদ্র থাকুনচাকরিদাতারা শুধু আপনার ভরপুর সিভি দেখতে চান না, দীর্ঘসময় মানসিক চাপের মধ্যে কাজ করতে আপনি কতটুকু সক্ষম তা বুঝতে চেষ্টা করেন। যেহেতু আপনার অভিজ্ঞতা নেই ও আপনি একটি সুযোগ দেয়ার অনুরোধ করছেন তাই যথাসম্ভব নম্র ও ভদ্র থাকুন। এটা আপনার সংক্ষিপ্ত সিভির দুর্বলতা কিছুটা পূরণ করবে।এগিয়ে যানআপনার অভিজ্ঞতা ও সব যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনার যদি প্রবল ইচ্ছা থাকে, তাহলে এগিয়ে যান। চাকরিদাতারা সব সময়ই  নতুনদের সুযোগ দিয়ে থাকেন। তাহলে আপনি কেন সেই নতুনদের একজন হবেন না?এসইউ/এমএস

Advertisement