চট্টগ্রামের সীতাকুণ্ডে মজুতকৃত কেমিক্যাল বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ দুই ফায়ার সার্ভিস কর্মী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Advertisement
সোমবার (৬ জুন) ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন। এদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।
ডা. আবুল কালাম আজাদ বলেন, গুরুতর অবস্থায় যারা আছেন তাদের চিকিৎসায় ঢাকা মেডিকেলের বিশেষজ্ঞ ডাক্তাদের পরামর্শও নেওয়া হচ্ছে। এখানে ভর্তি হওয়া রোগীদের সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বিনামূল্যে।
Advertisement
হাসপাতাল গিয়ে দেখা যায়, চরম উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন আহতদের স্বজনরা। পরিবারের কর্মক্ষম মানুষটির এমন দূরবস্থায় নানা শঙ্কার সামনে দাঁড়িয়ে আছেন তারা।
এএএম/এমপি/জেআইএম