দেশজুড়ে

মেহেরপুরে এমপি খোকনের কুশপুতুল দাহ

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের কুশপুতুল দাহ করেছে প্রতিপক্ষের নেতাকর্মীরা। রোববার (৫ জুন) রাতে বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেন তারা।

Advertisement

এর আগে শনিবার বিকেলে একটি সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও সাবেক এমপি মকবুল হোসেনের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেন সাহিদুজ্জামান খোকন।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটূক্তির প্রতিবাদে আয়োজিত জনসভায় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কথা না বলে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন তাদের পক্ষে কথা বলেছেন। আর এ কারণে সন্ধ্যার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার বাড়িতে জড়ো হয়ে প্রতিবাদ করেন।

তিনি বলেন, এমপির দেহে যে বিএনপি-জামায়াতের রক্ত প্রবাহিত সেটা প্রমাণ করে দিয়েছেন। আমার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এমপি হওয়ার সাড়ে তিন বছর আগে তার নামে ব্যাংকে কোনো টাকা দেখাতে পারবে না। দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো।

Advertisement

এম এ খালেক বলেন, খোকনের বাবা গনি বিশ্বাস অগ্নি সংযোগকারী, গণহত্যাকারী, ধর্ষণকারী রাজাকার। যার কোনো ক্ষমা নেই। বেঁচে থাকলে যুদ্ধাপরাধী হিসেবে বিচার হতো। ফাঁসির জন্য প্রস্তুত হতো। সেই রাজাকারের ছেলেকে রাজাকার বললে খুব জ্বালা হয়।

বিক্ষোভ ও সমাবেশে সাবেক এমপি মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস

Advertisement