খেলাধুলা

সীতাকুণ্ডের বিস্ফোরণে সাহায্যের হাত বাড়ানো সবাইকে স্যালুট: তামিম

যখনই এরকম কোনো কিছু হয় আমরা দেশ হিসেবে একসঙ্গে এগিয়ে আসি, যা খুবই গুরুত্বপূর্ণ- রোববার দুপুরেই সংবাদ মাধ্যমে এ কথা বলছিলেন তামিম ইকবাল। আর সন্ধ্যায়ই সীতাকুণ্ডের বিস্ফোরণে সাহায্যের হাত এগিয়ে দেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে স্যালুট দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

Advertisement

প্রায় ২০ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর আগুন। এই বিস্ফোরণে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অর্ধশত মানুষ, গুরুতর আহত হয়েছেন কয়েকশ মানুষ। এ ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে হতাহতদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন অনেকে।

তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামিম। নিজের ফেসবুকে এসব স্বেচ্ছাসেবীর বেশ কিছু ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘অভাবনীয় পরিস্থিতিতে জাতি হিসেবে আমরা এক আবারো প্রমাণিত হলো। অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্রতা এবং বিস্তৃতি আমরা আঁচ করতে পারিনি কিন্তু পাশে থাকতে ঝাঁপিয়ে পড়েছি।’

তিনি আরও লিখেছেন, ‘মানুষ মানুষের জন্য। শত বিভেদ ভুলে আমরা সবার পাশে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, লড়াই করছি। ধন্যবাদ এই নায়কদের। মানবতার আবারো জয় হলো। তাদের সবাইকে আমার স্যালুট।’

Advertisement

এর আগে আজ দুপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। সেখানেও আসে এই প্রসঙ্গ। তামিম বলেন, ‘যা হয়েছে তা অসম্ভব দুঃখজনক। আমাদের সবার দোয়া যারা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে। যখনই এরকম কোনো কিছু হয় আমরা দেশ হিসেবে একসঙ্গে এগিয়ে আসি, যা খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা যে জায়গায় আছি না কেন ঢাকা, খুলনা...আমাদের সবাইকে নিজ দিক থেকে যতটুক পারি ছোট বড় যা সহযোগিতা করতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি তারা সেরা চিকিৎসাসেবা পাবে, তারা সেরা সহযোগিতা পাবে সবার কাছ থেকে। তারা সুস্থ হয়ে উঠবে। আমাদের সবার দোয়া তাদের সঙ্গে আছে।’

এসএএস/জিকেএস

Advertisement