ফিলিপাইনের পূর্বাঞ্চলের একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকা কালো ছাইয়ে ঢাকা পড়েছে। এসময় ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উঠতে দেখা যায়। এতে বাড়ানো হয়েছে উদ্ধার কার্যক্রম। অগ্ন্যুৎপাত আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (৫ জুন) ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
Advertisement
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, গ্রামীণ সোরসোগন প্রদেশের বুলুসান আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণটি প্রায় ১৭ মিনিট স্থায়ী হয়। এতে ধূসর রঙের আগুনের কুণ্ডলি কমপক্ষে এক কিলোমিটার উপরে উঠে যায়।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ সতর্কতার মাত্রা কিছুটা বাড়িয়েছে।
ফিভলকসের প্রধান রেনাটো সলিডাম বলেছেন, বুলুসান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। গর্তের নীচে ফুটন্ত পানির কারণে মূলত বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
Advertisement
রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে সোরসোগনের স্থানীয় সরকার জানিয়েছে, দুটি শহরের ১০টি এলাকা ছাইয়ে ঢাকা পড়েছে।
এমএসএম/জিকেএস