জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৪ জানুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান’ নিয়ে জাগো জবসের ৭ম পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কী কাজে ব্যবহার হয়?উত্তর : দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে।২. প্রশ্ন : নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?উত্তর : WAN.৩. প্রশ্ন : (1011)2 + (0101)2 = কত?উত্তর : প্রশ্নে সঠিক উত্তর ছিল না। ৪. প্রশ্ন : WIMAX এর পূর্ণরূপ কী?উত্তর : Worldwide Interoperability for Microwave Access.৫. প্রশ্ন : Boolean Algebra- এর কোনটি সঠিক?উত্তর : A + Ā = 1.৬. প্রশ্ন : 8086 কত বিটের মাইক্রো প্রসেসর?উত্তর : 16.৭. প্রশ্ন : কোন মেমোরিটি Non-volatile?উত্তর : ROM.৮. প্রশ্ন : কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি?উত্তর : RAM.৯. প্রশ্ন : Plotter কোন ধরনের ডিভাইস?উত্তর : আউটপুট।১০. প্রশ্ন : কোনটি 3G Language নয়?উত্তর : Machine Language.১১. প্রশ্ন : কোনটি সঠিক?উত্তর : ১ কিলোবাইট = ১,০২৪ বাইট।১২. প্রশ্ন : wi-fi কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে?উত্তর : IEEE 802.11১৩. প্রশ্ন : Mobile Phone- এর কোনটি input device নয়?উত্তর : Power Supply.১৪. প্রশ্ন : কোনটি ডাটাবেজ Language?উত্তর : Oracle.১৫. প্রশ্ন : LinkedIn এর ক্ষেত্রে সঠিক?উত্তর : প্রশ্নে উল্লেখিত সবগুলোই।১৬. প্রশ্ন : a-[a-{a-(a-1)] = কত?উত্তর : a-1.১৭. প্রশ্ন : ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?উত্তর : ৪২ টাকা।১৮. প্রশ্ন : যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?উত্তর : ২০%।১৯. প্রশ্ন : দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুটির ল.সা.গু কত?উত্তর : ২৬০।২০. প্রশ্ন : x-1/x = 1 হলে x3-1/x3 এর মান কত?উত্তর : 4.এসইউ/এমএস

Advertisement