বিনোদন

প্রেম করছেন রণবীর-দীপিকা!

রণবীরের সঙ্গে ক্যাটের প্রায় ঘোষিত প্রেম এবং দীপিকা-রণবীর সিংয়ের ‘বিশেষ বন্ধুত্ব’ নিয়ে তাঁরা বাস্তবিকই খুশি। এই দুই নায়ক-নায়িকা বিচ্ছেদের পরেও একসঙ্গে ছবি করেছেন। কিন্তু হঠাৎ কি হল যে পুরোনো প্রেমের সম্পর্কে ফিরতে চাইছেন? শুধু মুখের কথাই নয়। একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দুজনকে ঘুরতেও দেখা গেছে। তবে কি ক্যাটরিনার কিংবা রণবীর সিংয়ের কপাল পুড়ল?আরে না না। এসবই শুটিংয়ের অংশবিশেষ। ইমতিয়াজ আলির ছবি ‘তামাশা’ ছবিতে আবারও এই প্রেমিক জুটি কামব্যাক করছে। ফ্রান্সের কোর্সিকা দ্বীপে টানা ২০ দিন শুটিং করার পর তারা আপাতত সিমলায়। এখানকার শুটিং শেষে তাঁরা দিল্লিতে ৯০ দিনের শুটিং শুরু হবে। ছবির গল্প সম্পর্কে যতটুকু জানা গেছে, এটিও নাকি একটি প্রেমের গল্প। ‘রকস্টার’-এর পর রণবীরের সঙ্গে পরিচালক ইমতিয়াজের এটি দ্বিতীয় কাজ৷‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’তে শেষ একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল রণবীর-দীপিকাকে।

Advertisement