জাতীয়

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সংসদে শোক

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সংসদ। রোববার (৫ জুন) জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব আনেন।

Advertisement

এছাড়া সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সাবেক আট সংসদ সদস্য, গত সংসদ অধিবেশন শেষ হওয়ার পর এ পর্যন্ত দেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যু শোক প্রস্তাব আনা হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সংসদ।

পরে মরহুমদের প্রতি সম্মান জানাতে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তাদের আত্মার মাগফিরাত কামনাও করা হয়।

শনিবার (৪ জুন) রাতের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের বেশি মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন চার শতাধিক। তাদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন। শনিবার রাতের এ অগ্নিকাণ্ডের পর ১৬ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

Advertisement

এইচএস/ইএ/জেআইএম