গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (৫ জুন) দুপুর সোয়া ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Advertisement
এর আগে দুপুর পৌনে ১টার দিকে জয়দেবপুর রেল জংশনের কাছে উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রেনের চারটি বগে লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হয়। পরে রেলওয়ের স্থানীয় প্রকৌশলী ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রেনের বগিগুলো লাইনে উঠালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুরে রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সোহরাব হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ৯৮১ আপ বিটিও তেলবাহী ট্রেনটি দুপুর পৌনে ১টার দিকে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। জয়দেবপুর লেভেলক্রসিং পার হওয়ার আগেই ট্রেনটির পেছনের চারটি বগি লাইনচ্যুত ও একটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে রেলওয়ের স্থানীয় উদ্ধারকারী কর্মীরা বগি উদ্ধার কাজ শুরু করেন।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের লেভেল ক্রসিং বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
Advertisement
এ পথে জেলা প্রশাসক কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুর আদালতপাড়া, ফায়ার স্টেশন, তাজউদ্দীন আহমদ মেডিকেলসহ গুরুত্বপূর্ণ জায়গায় গাড়ি, অ্যাম্বুলেন্স এমনকী রিকশা পর্যন্ত চলাচল বন্ধ ছিল।
আমিনুল ইসলাম/এসআর/জেআইএম