জাতীয়

আজকের এই দিনে : ২৪ জানুয়ারি ২০১৬

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস১৫৫৬ খ্রিস্টাব্দের এই দিনে চীনের শানখিতে প্রচণ্ড ভূমিকম্পে আট লক্ষাধিক প্রাণহানি ঘটে।১৬৭০ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ নাট্যকার উইলিয়াম কনগ্রিভের জন্ম।১৭৭৬ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানীর বিখ্যাত লেখক আর্নেস্ট হফম্যান জন্মগ্রহণ করেন।১৮৪৮ খ্রিস্টাব্দের এই দিনে জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি কাঠচেরাই কলে প্রথম স্বর্ণ আবিষ্কার করেন।১৮৫৪ খ্রিস্টাব্দের এই দিনে মরমী কবি হাসন রাজার জন্ম।১৯০৮ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়।১৯২৭ খ্রিস্টাব্দের এই দিনে তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়।১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে চিলিতে ভূমিকম্পে প্রায় ত্রিশ হাজার লোকের মৃত্যু।১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে বোম্বাইয়ে (মুম্বাই)সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু।১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী ব্রিটিশ রাষ্ট্রনায়ক ও লেখক উইনস্টন চার্চিলের মৃত্যু।১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে ভিটামিন `সি`র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং পরলোকগমন করেন।এইচআর/এমএস

Advertisement