দেশজুড়ে

বঙ্গবন্ধুর চেয়ে বড় আদর্শ আর কেউ হতে পারে না: খাদ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর চেয়ে বড় আদর্শ আর কেউ হতে পারে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (৪ জুন) দুপুরে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

Advertisement

খাদ্যমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশে আমাদের বসবাস। ডিজিটাল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জিপিএ-৫ পেয়ে সেটি ধরে রাখতে হবে। পথভ্রষ্ট হলে তোমাদের নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হবে না। সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের অহংকারী না হওয়ারও আহ্বান জানান।

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দীন তরফদার, জেলা প্রশাসক খারিদ মেহেদী হাসান, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু ও জেলা ছাত্রলীগের সভাপতি ছাব্বির রহমান রিজভী প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement

আব্বাস আলী/আরএইচ/জিকেএস