মালাগার মাঠে গিয়ে হোঁচটই খেতে বসেছিল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় নিজেদের ২০তম ম্যাচ খেলতে গিয়ে প্রথমে এগিয়ে গেলেও, নিজেদের মাঠ বলেই সমতায় ফিরে আসে মালাগা। শেষ পর্যন্ত মেসির গোলে রক্ষা পায় কাতালানরা। একই সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেলো বার্সা।২০ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৪৮। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৭ আর সমান খেলায় রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৩। অথ্যাৎ রিয়াল আর বার্সেলোনার মাঝে পয়েন্টের ব্যবধান ৫। স্কোরলাইন দেখলেই বোঝা যায় কতটা কঠিন লড়াই করতে হয়েছে বার্সেলোনাকে। নেইমারকে ছাড়াই মালাগায় সফর করতে হয়েছে বার্সাকে। তার পরিবর্তে লুইস এনরিকে দলে নেন মুনির এল হাদ্দাদিকে। তার গোলেই প্রথম মালাগার বিপক্ষে শুভ সূচনা কওে বার্সা।রেফারি কিক অফের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই আক্রমণে ওঠে বার্সা এবং ম্যাচের ৬৪ সেকেন্ডের মাথায় গোল করে বসেন মুনির এল হাদ্দাদি। ইনজুরির কারণে সপ্তাহের মধ্যখানে কোপা ডেল রের ম্যাচে খেলতে পারেননি মেসি। তবে ইনজুরিটা মারাত্মক ছিল না বলে সপ্তাহের শুরুতেই ফিরতে পেরেছেন। লুইস সুয়ারেজের পাস থেকে বল পেয়ে তিনি ঠেলে দেন মুনিরের কাছে। সেখানে বল পেয়েই ডান পায়ের শটে মালাগার জালে বল জড়ান তিনি।মাত্র আধা ঘণ্টা লিড ধরে রাখতে পেরেছিল বার্সা। খেলার ৩২তম মিনিটেই বার্সার ডিফেন্সের ভুলে গোল হজম করে ফেলে মেসিরা। মালাগার ফরোয়া চার্লস সুযোগটা কাজে লাগিয়ে বল নিয়ে উঠে যান ডি বক্সের মধ্যে। সেখানে তিনি স্লাইড করে দেন হুয়ানপিকে। বল পেয়েই হ্যাভিয়ের মাচেরানোকে কাটিয়ে হুয়ানপি জড়িয়ে দেন বার্সেলোনার জালে।গোল শোধ করে বার্সার জন্য ম্যাচটা বেশ কঠিন করে তোলে মালাগা। তবে, দ্বিতীয়ার্ধ শুরুর ৬ মিনিট পর মেসির দুর্দান্ত এক ভলিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। গত সেপ্টেম্বরের পর এটাই মেসির প্রথম অ্যাওয়ে গোল। এরপর অবশ্য মালাগার নাচো কামাচোকে ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখেন মেসি।আইএইচএস/জেডএইচ
Advertisement