ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়াদি রোববার তুলে ধরবেন ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বেলা ৩টায় সচিবলায়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন ডাক ও টেলিযোগাযোগ খাতের এই অভিভাবক। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি তিনি সিঙ্গাপুর সফরে যান। সেখানে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। সূত্র জানায়, সরকার বাংলাদেশ থেকে আপ হওয়া সব পোস্ট তদারকি করতে চায়। এ লক্ষ্যে গত ডিসেম্বরের শুরুর দিকে ঢাকায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সরকার। তিন সদস্য ফেসবুক প্রতিনিধি দল, তারানা হালিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেন। সেখানে বেশ কিছু দাবি উপস্থাপন করা হয়।এর আগেই সরকার ফেসবুক বন্ধ করে দেয়।জানা যায়, এবারের বৈঠকে তারানার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে অগ্রগতি হয়েছে ফেসবুক কর্তৃপক্ষের। ফেসবুকও ইতিবাচক সাড়া দিয়েছে সরকারের আহবানে। এসএ/জেডএইচ
Advertisement