ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানানোর মাধ্যমে নিজেদের কর্মসূচি পালন করেছে ছাত্রদল। এসময় আশপাশে ছাত্রলীগ নেতাকর্মীরা থাকলেও কোনো বাধা দেওয়া হয়নি বলে জানান ছাত্রদলের নেতারা। তবে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন তারা।
Advertisement
শনিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রদল এ কর্মসূচি পালন করে। ছাত্রদলের দাবি, এসময় তাদের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়ার যে ঐতিহ্য তা আমরা ধারাবাহিকভাবে পালন করে আসছি। আজও ক্যাম্পাসে পালন করেছি। ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের সামনে ছিলেন। তারা আমাদের তাড়াতাড়ি কর্মসূচি পালন করতে বললে আমরা তাদের বলি, আপনারা আপনাদের কর্মসূচি পালন করেন আমরা আমাদেরটা পালন করি।
আগামীতেও ভর্তি পরীক্ষার সময়ে ছাত্রদলের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ছাত্রদলের এ নেতা।
Advertisement
এদিকে, কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমান উল্লাহ আমান। তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। তারা আমাদের দ্রুত কর্মসূচি শেষ করতে বলে। আমরা বলেছি আমরা বিশ্ববিদ্যালয়ের বৈধ সংগঠন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই ক্যাম্পাসে এসেছি। ক্যাম্পাসে বিশৃঙ্খলা করা নয়, কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে সেটি নিশ্চিত করতে এসেছি।
পুলিশের বাধার বিষয়ে ছাত্রদলের সদস্য সচিব বলেন, স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের এ বাধা প্রমাণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিয়ন্ত্রিত।
আল সাদী ভূঁইয়া/কেএসআর/জিকেএস
Advertisement