দেশজুড়ে

ফরিদপুরে ৫৭টি স্কুল বন্ধ ঘোষণা

ফরিদপুরে শতাধিক ছাত্রী মাস-হিস্টিরিয়া বা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হওয়ায় ৫৭টি স্কুলে দুই দিনের ছুটি দেওয়া হয়েছে। ব্যাপক সংখ্যায় শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধানসহ এই রোগ থেকে রক্ষা পেতে সদর উপজেলার দুটি সরকারি ও ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় শনি ও রোববার বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুধুমাত্র ফরিদপুর শহরসহ সদর উপজেলার ১১টি ইউনিয়নে এসব বিদ্যালয় অবস্থিত।ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল জানান, গত সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে অবস্থিত শিবরামপুর আরডি একাডেমি ও খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ১০৩ জন ছাত্রী গণ মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু কমিটি এর ব্যাপারে নির্দিষ্ট করে কোনো কারণ বের করতে পারেনি। এ প্রেক্ষাপটে জেলা প্রশাসনের নির্দেশে ফরিদপুর সদরের ৫৭টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শনি ও রোববার ছুটি ঘোষণা করা হয়েছে।শিবরামপুর আরডি একাডেমির প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, গত সোমবার আমাদের বিদ্যালয়ের প্রায় ২১ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরের দিন মঙ্গলবার আবার প্রায় ৩৭ জন ছাত্রী সকালে স্কুলে আসার পরই অসুস্থ হতে শুরু করলে স্কুল কমিটি ও কর্তৃপক্ষের মতামতে বুধ ও বৃহস্পতিবার স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়। গত বুধবার অসুস্থ হওয়া স্কুলের পার্শবর্তী খলিলপুর উচ্চ বিদ্যালয়টিতে হঠাৎ এই রোগে অসুস্থ হয়ে পড়লে ৩১জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, সকল ছাত্রীই বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং জেলা প্রশাসনের নির্দেশে স্কুল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। স্কুলের পাঠদান বন্ধ রেখে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ যথারীতি বিদ্যালয়ে উপস্থিত আছে বলেও তিনি জানান।এস.এম. তরুন/এমএএস/আরআইপি

Advertisement