অর্থনীতি

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে এক্সিম ব্যাংক

বড় ধরনের ঊর্ধ্বমুখীতার মধ্য দিয়ে গেলো সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। এমন ঊর্ধ্বমুখী বাজারেও বিপরীত চিত্র ছিল এক্সিম ব্যাংকের।

Advertisement

বিনিয়োগকারীদের বড় অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় ব্যাংকটির শেয়ার দাম কমে গেছে। বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর কারণে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটির শেয়ার।

গেলো সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৭ দশমিক ৪৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ১১ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১২ টাকা ১০ পয়সা।

শেয়ারের এমন দাম কমা কোম্পানিটি গত ১২ মে চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়ে পাঁচ গুণ হয়েছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ এই তিন মাসে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২৫ পয়সা, আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল মাত্র ৫ পয়সা।

Advertisement

ব্যাংকটির লভ্যাংশের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি। তার আগে ২০২০ সালে সাড়ে ৭ শতাংশ নগদ ও আড়াই শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। এছাড়া ২০১৯ ও ২০১৮ সালে ১০ শতাংশ নগদ এবং ২০১৭ সালে সাড়ে ১২ শতাংশ নগদ এবং ২০১৬ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এদিকে, দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী হননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৭৪ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার টাকা।

এক্সিম ব্যাংকের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল এসজেআইবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ড। সপ্তাহজুড়ে এই এই বন্ডটির দাম কমেছে ৫ দশমিক ৬৯ শতাংশ। ৪ দশমিক ৭০ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিল।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- বিকন ফার্মাসিউটিক্যালসের ৩ দশমিক শূন্য ২ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ২ দশমিক ৯২ শতাংশ, সোনালী পেপারের ২ দশমিক ৩৩ শতাংশ, ক্রাউন সিমেন্টের ২ দশমিক ২১ শতাংশ, আইবিবিএল মুদারাপা পার্পেচুয়াল বন্ডের ২ দশমিক ১২ শতাংশ, বিচ হ্যাচারির ২ দশমিক শূন্য ৬ শতাংশ এবং পূবালী ব্যাংক পার্পেচুয়াল বন্ডের ২ শতাংশ দাম কমেছে।

Advertisement

এমএএস/আরএডি/এএসএম