জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ‘নজরুল সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। রাজধানীর মোহাম্মদপুরের মুক্ত আসর কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে নজরুলচর্চা বিষয়ক সংগঠন আমিই নজরুল।
Advertisement
আয়োজনে নজরুলের ১০টি গান ও অভিভাষণ পাঠ করা হয়। গান পরিবেশন করেন নজরুলসংগীত শিল্পী ও কলকাতা ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক, কণ্ঠশিল্পী উম্মে রুমা ট্রফি, শাহিনা আক্তার পাপিয়া ও শায়লা রহমান।
অভিভাষণ পাঠ করেন নজরুল গবেষক দেবব্রত নীল। তবলায় ছিলেন সাবিনা মুসা সন্ধ্যা।
মুক্ত আসরেরর প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ বলেন, ‘সংগঠনটি বেশ কয়েক বছর ধরে তরুণদের নজরুলচর্চা ও নজরুলের নানামাত্রিক দিকগুলো তুলে ধরা ও ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।’
Advertisement
তিনি বলেন, ‘দেশ-বিদেশের অনেক গুণী, নজরুল গবেষক, শিল্পী, সংগঠক ও শিক্ষাবিদ এ উদ্যোগে সম্পৃক্ত। আমরা মনে করি, নজরুলচর্চা বছরেজুড়ে চলমান থাকা উচিত। এ প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে সংগঠনটি।’
অনুষ্ঠানটি ‘আমিই নজরুল’ ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হয়। নজরুল সন্ধ্যায় সহযোগী ছিল মুক্ত আসর, স্বপ্ন’৭১ প্রকাশন’ ও বইবিষয়ক ম্যাগাজিন ‘বইচারিতা’।
এসইউ/এএসএম
Advertisement