তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৯৯৮ সালে প্রথমে নাটোরে মোবাইল আসে। তখন মোবাইলের দাম ও খরচ ছিল অনেক বেশি। এখন মাত্র ৫শ টাকায় মোবাইল পাওয়া যায়। বর্তমানে দেশের প্রায় ১৩ কোটি মানুষের হাতে মোবাইল দেখতে পাওয়া যায়। এর পেছনে মূল ভূমিকায় রয়েছে শেখ হাসিনার সরকার। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব এবং প্রতিটি হাসপাতালে ২০১৯ সালের মধ্যে টেলিমেডিসিন সেবা পৌঁছে দেয়া হবে। তিনি শনিবার বিকেলে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী ডিজিটাল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, ২০ হাজার কলেজ শিক্ষার্থীকে তথ্য ও যোগাযোগ ভিত্তিক কর্ম ব্যবস্থা করা হবে। নাটোরে ফিন্যান্স ইনস্টিটিউট করা হবে। তিনি আরো বলেন, সরকার ২০০৮ সালের পর সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়িা ক্লাস ও কম্পিউটার ল্যাব তুলে দিতে শুরু করেন। যার ফলশ্রুতিতে ২০২১ সালের মধ্যে নাটোরে শিক্ষা ব্যবস্থা ডিজিটাল করতে চাই। সমাবেশে জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, জেলা পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি, রাণী ভবানী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নার্গিস সুরাইয়া আক্তার, নাটোর পৌরসভার নব-নির্বাচিত মেয়র উমা চৌধুরী জলি, জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম প্র্রমুখ।রেজাউল করিম রেজা/এমএএস/আরআইপি
Advertisement