দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামের পাথরঘাটায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় পাথরঘাটা ফিশারিঘাট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
Advertisement
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, পরিবহন ব্যয়, বাসাভাড়া, শিক্ষার খরচ, ওষুধের খরচ- সবকিছুই বেড়েছে। প্রক্রিয়া চলছে আবার বিদ্যুতের দাম বাড়ানোর। চালের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দাম বাড়ানোর প্রক্রিয়া চলেছে। চাতাল মালিক, মিল মালিকদের দৌরাত্ম্য, পরিবহনে চাঁদাবাজি দূর করতে সরকারের কোনো পদক্ষেপ নেই। কয়েকজন ব্যবসায়ীর কাছে জিম্মি দেশের তেল, চিনি, ডালের বাজার। এসব ‘খাদ্য বিধাতা’দের তোয়াজ করেই সরকার চলছে। মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেই ক্রয়ক্ষমতাও নাগালের বাইরে চলে গেছে। সরকার মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে।
তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিতে হবে। মজুতদার-মুনাফাখোর ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ‘উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায় ব্যবস্থা’ গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের বাফার স্টক গড়ে তুলতে হবে। স্বল্পআয়ের মানুষকে বাঁচাতে সারাদেশে পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। টিসিবির গাড়ির সংখ্যা বাড়াতে হবে। অতি দরিদ্রদের নগদ সহায়তা দিতে হবে।
ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, দুর্নীতি, লুটপাট, ঋণখেলাপিদের দৌরাত্ম্য, টাকা পাচার দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম বেগবান করতে হবে। মানবমুক্তির জন্য চলমান দুঃশাসনের অবসান ঘটিয়ে বাম গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে।
Advertisement
সিপিবির পাথরঘাটা শাখার সম্পাদক দেবাশীষ সেনের সভাপতিত্বে ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সম্পাদকমন্ডলীর সদস্য নুরুচ্ছাফা ভূঁইয়া, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, অভিজিৎ বড়ুয়া প্রমুখ।
ইকবাল হোসেন/ইএ