প্রয়াত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মরদেহ দেখতে তার বাড়িতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে পুরান ঢাকার বকশীবাজার এলাকাস্থ আজিজের বাড়িতে যান প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী এম এ আজিজের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এরপর দোয়া কামনায় মোনাজাতে অংশ নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান ।প্রধানমন্ত্রী প্রয়াত এমএ আজিজের বিভিন্ন স্মৃতিচারণা করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। কয়েকজন মন্ত্রীসহ আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বলে জানা গেছে।উল্লেখ্য, শনিবার দুপুরে মস্তিস্কে রক্তক্ষরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এম এ আজিজ।এএসএস/এসকেডি/আরআইপি
Advertisement