খেলাধুলা

বান্দরবানে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন অনুষ্ঠিত

পার্বত্য জেলা বান্দরবানে শেষ হয়েছে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন। শনিবার সকাল ৮টা ১৩ মিনিটে বান্দরবানের রুমা সড়কের ওয়াই জংশন থেকে শুরু হয়ে সকাল ১১টায় স্থানীয় রাজার মাঠে ম্যারাথন শেষ হয়। এটি উদ্বোধন করেন ৬১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান পিএসসি।বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের ম্যারাথনের আয়োজন করেছে এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার।২১.১ কিলোমিটার পথের এই ম্যারাথনে ২৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার।প্রতিযোগিতায় নারী বিভাগে প্রথম হয়েছেন- মিরুনা খাতুন, দ্বিতীয় হয়েছেন ইলসি ভ্যানম্যারিলো ও তৃতীয় হয়েছেন ইসরাত জাহান ইতি।আর পুরুষ বিভাগে প্রথম হয়েছেন- ফিরোজ খান, দ্বিতীয় ফরিদ আহমেদ ও তৃতীয় হয়েছেন রফিকুল ইসলাম।বিজয়ী নারী ও পুরুষদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রত্যেককে যথাক্রমে ৩০, ২০ ও ১৫ হাজার টাকা নগদসহ, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এএ/এসএইচএস/আরআইপি

Advertisement