চালের মূল্যবৃদ্ধির অভিযোগে চট্টগ্রামের চাক্তাই ও বন্দর বাজারে অভিযান পরিচালনা করে ছয় আড়তকে জরিমানা ও একটিকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বৃহস্পতিবার (২ জুন) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের অংশ নেন।
অভিযানে চাক্তাইয়ের এস এ ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, সাদ এন্টারপ্রাইজকে দুই হাজার, আল্লাহর দান চাউল ভান্ডারকে পাঁচ হাজার, বন্দর মার্কেট এলাকার গরীবে নেওয়াজ এন্টারপ্রাইজকে পাঁচ হাজার, হাশেম ব্রাদার্সকে এক হাজার টাকা ও মেসার্স হাজী অহিদুর রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জাগো নিউজকে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত চাল মজুদ করে বাজার অস্থিতিশীল করছে। যে কারণে পাইকারি বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
Advertisement
কিছু কিছু ক্ষেত্রে লাইসেন্সের শর্ত না মেনেও অনেকে অতিরিক্ত মজুত করেছে। এর মধ্যে ৬টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
অন্যদিকে আরেকটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে।। যেটিকে সিলগালা করা হয়েছে, পরে ওই প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হবে।
ইকবাল হোসেন/এমআরএম/জিকেএস
Advertisement