বিশেষ প্রতিবেদন

আর ভারমুক্ত হবেন না আজিজ

দীর্ঘ নয় বছর দায়িত্ব পালন করলেন। দায়িত্বে থেকেই চিরবিদায় নিলেন। তবে প্রাণের সংগঠন তাকে জীবনের শেষবেলাতেও ভারমুক্ত করতে পারেনি। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ আজ (শনিবার) চলে গেছেন না ফেরার দেশে। ভারপ্রাপ্তের ‘ভার’ নিয়েই যেন তার চলে যাওয়া। সেই ২০০৩ সালের কথা। নদীতে জল গড়িয়েছে অনেক। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হয়েছে একাধিকবার। খোদ আওয়ামী লীগ-ই ক্ষমতায় এসেছে দু’বার। ক্ষমতার পটপরিবর্তনের শুধু সাক্ষী নন, কারিগরও ছিলেন ঢাকার নেতা এমএ আজিজ। দীর্ঘ এক যুগে সংগঠনের অনেকেই নেতা বনে গেছেন, আবার কমিটি থেকে ছিটকে পড়েছেন কেউ কেউ। এই সময়ে কেন্দ্রিয় কমিটির কাউন্সিল হয়েছে একাধিকবার। কাউন্সিল হয়েছে ঢাকা মহানগর কমিটিরও। শুধু হয়নি এমএ আজিজের ভারমুক্তি।   চারদলীয় জোট সরকারের সময় ২০০৩ সালের ১৮ জুন ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় সাবেক মেয়র মোহাম্মদ হানিফ সভাপতি এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এম এ আজিজ হন ওই কমিটির সহ-সভাপতি। সরকারবিরোধী আন্দোলনে ওই কমিটি গুরুত্বপূূর্ণ ভূমিকা পালন করে। যার মধ্যে দিয়ে এমএ আজিজ আওয়ামী লীগ সভানেত্রীর আস্থাবান হয়ে ওঠেন। একুশে অগাস্টের গ্রেনেড হামলায় গুরুতর আহত মোহাম্মদ হানিফ ২০০৭ সালে মারা গেলে এমএ আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। দীর্ঘ ৯ বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় দলের কার্যনির্বাহী সংসদ সিদ্ধান্ত নেয় নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত পুরোনো কমিটিই বহাল থাকবে।   সর্বশেষ ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই দিন প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে বলা হয়েছিল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হবে। সম্মেলনের তিন বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। কমিটি প্রসঙ্গে গত ২৫ নভেম্বর সদ্যপ্রয়াত ঢাকা মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ জাগো নিউজকে বলেছিলেন, ‘মহনগরের কাউন্সিল অনুষ্ঠিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সভানেত্রী চাইলে যেকোনো সময় কাউন্সিল হতে পারে।’  বারবার ঢাকা মহনগর কাউন্সিলের কথা বলা হলেও অজানা কারণে, তা আটকা। প্রচার রয়েছে কেন্দ্রীয় কাউন্সিলের আগে মহানগর কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে না। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের মৃত্যুও পর এমএ আজিজ ভারপ্রপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছেলেন। এবার দেখার পালা কে নিচ্ছেন এমএ আজিজের ভার, আর কত দিনই-বা তা সইতে হবে নতুন ভারপ্রাপ্তকে। এএসএস/এসএইচএস/আরআইপি

Advertisement