আন্তর্জাতিক

ভারতে বোমা আতঙ্কে বিমানের জরুরি অবতরণ

বোমা আতঙ্কে ভারতের অভ্যন্তরীন রুটে চলাচলকারী গোএয়ার এয়ারলাইনের একটি বিমান জরুরি অবতরণ করেছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলের ভূবনেশ্বর থেকে ১৫০ আরোহী নিয়ে বিমানটির মুম্বাই যাওয়ার কথা ছিল। খবর ডন।গোএয়ার কর্তৃপক্ষ বলছে, দেশটির পূর্বাঞ্চলের ভূবনেশ্বর থেকে ১৫০ আরোহী নিয়ে বিমানটি মুম্বাই যাচ্ছিল। এ সময় বিমানের বোর্ডে বোমা রাখা রয়েছে বলে ফোনে হুমকি দেয় অজ্ঞাত ব্যক্তি। পরে বিমানের গতিপথ পরিবর্তন করে নাগপুরে জরুরি অবতরণ করা হয়। গোএয়ার এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে তল্লাশি করে কোনো ধরনের বোমা পাওয়া যায়নি। এছাড়া যাত্রীদের ওই বিমানে করেই মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে স্থানীয় পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। এমন এক সময় ভারতে বিমানের জরুরি অবতরণ করা হলো যার একদিন আগে দেশটিতে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জঙ্গিগোষ্ঠী আইএসের প্রতি সহানুভূতিশীল সন্দেহে ১৩ জনকে আটক করেছে। আগামী সপ্তাহে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আগে বিদেশি পর্যটক ও পুলিশের ওপর হামলা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে।এসআইএস/আরআইপি

Advertisement