বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন বানচালের মাধ্যমে তারা গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চেয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে দেশে এখনো গণতন্ত্র সমুন্নত রয়েছে।শনিবার সকালে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ঢাকা মহানগর উত্তরের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের এদেশে রাজনীতি করার অনুমতির মাধ্যমে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তীতে বেগম জিয়া তাদের মন্ত্রী বানিয়ে আমাদের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা দুটোকেই কবর দিয়েছিলেন।’সম্মেলনে সংগঠনটির সভাপতি সিন্ধু রায় বিপুল সভাপতিত্ব করেন।এসকেডি/আরআইপি
Advertisement