রাজনীতি

আজিজের মৃত্যুতে নাসিমের শোক

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।শনিবার এক শোক বিবৃতিতে নাসিম মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এম এ আজিজ হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। এএসএস/একে/আরআইপি

Advertisement