দেশজুড়ে

বগুড়ায় যুবককে গলা কেটে হত্যা

বগুড়ার শেরপুরে সাইদুর রহমান (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইদুর শেরপুর পৌর শহরের উলিপুর অফিসারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। শনিবার দুপুরে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দামুয়া গ্রামের একটি সবজিক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইদুর রহমান তার বাসা থেকে বেড়িয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তারা বাবা আনোয়ার হোসেন রাত ৯টা পর্যন্ত বিভিন্নস্থানে খোঁজ খবর করেও সন্ধান পায়নি। এদিকে শনিবার দুপুর ২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দামুয়া গ্রামের একটি সবজি ক্ষেতে স্থানীয় লোকজন অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং স্বজনরা নিহতের লাশ সনাক্ত করে।  শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত শুরু করা হয়েছে।লিমন বাসার/এমএএস/আরআইপি

Advertisement