জাতীয়

মিরপুরে চালের আড়তে ভোক্তা অধিকারের অভিযান

বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুত ঠেকাতে অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন টিম ও প্রশাসন। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুরে শাহ স্মৃতি মার্কেটের পাইকারি চালের আড়তে অভিযান কার্যক্রম শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১ জুন) দুপুর সাড়ে ১২টায় এ অভিযান শুরু হয়েছে।

Advertisement

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্রের নেতৃত্বে শুরুতেই মেসার্স তাইয়্যেবা রাইস এজেন্সি নামের একটি আড়তে অভিযান চালানো হয়। সেখানে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রির রশিদ খুঁজে পান দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে দোকান মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযান বিষয়ে জানতে চাইলে বিকাশ চন্দ্র জাগো নিউজকে বলেন, মিরপুর ১ নম্বর এলাকার একটি বাজারে চালের আড়তে দুপুর থেকে আমাদের অভিযান শুরু হয়েছে। পাইকারি দোকানগুলোতে চালের অতিরিক্ত দাম রাখা হচ্ছে কি না সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে দোকানের বৈধ লাইসেন্স বা অনুমোদন রয়েছে কি না, তা-ও দেখা হচ্ছে।

তিনি বলেন, তাইয়্যেবা রাইস এজেন্সিতে অভিযান চালিয়ে দেখা গেছে, যেসব চালের দাম বেশি সেগুলোর দাম লেখা হয়নি। সে কারণে এ দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

দোকানটির মালিক আতিকুর রহমান জাগো নিউজকে বলেন, আমরা বেশি দামে চাল কিনলেও অতিরিক্ত দামে বিক্রি করছি না। মূল্যতালিকায় কয়েকটি চালের দাম উল্লেখ করা হয়নি, এটি আমাদের ভুল ছিল। এ অপরাধে আমাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতো ছোট অপরাধে জরিমানা বেশি করা হয়েছে বলে অভিযোগ এ ব্যবসায়ীর।

এই মার্কেটের মদিনা রাইস এজেন্সি তে ভোক্তা অধিকার অভিযান চালায়। সেখানে কম দামে পুরাতন চাল কে না হলেও সেটি বর্তমান দরে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও মূল্য তালিকা উল্লেখিত ধরে চাইতে বেশি দামে বিক্রির প্রমাণ মেলে। সে কারণে মদিনা রাইস এজেন্সি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানতে চাইলে ভোক্তা অধিকারের উপ-পরিচালক বিকাশ চন্দ্র বলেন, মদিনা রাইস এজেন্সি তে দুই ধরনের অপরাধ চিহ্নিত করা হয়েছে। সে কারণে এ দোকানে আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অপরাধ পাওয়া গেলে তাদের দোকান বন্ধ করে দেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

দোকানের মালিক বাপ্পি বলেন, চালের দাম বৃদ্ধি করা হবে বলে কত ১৫ দিন আগে মোজাম্মেল রাইস এজেন্সি ও ডলফিন রাইস এজেন্সিতে চাহিদা দেয়া হলো তারা চাল সরবরাহ করে নি। বর্তমানে ভ্রম্যমান অভিযান শুরু হওয়ায় এসব মিলগুলো থেকে চাল নিতে বারবার ফোন দেওয়া হচ্ছে। আমাদের পর্যাপ্ত গোডাউন নেই বলে সেসব অর্ডার বাতিল করে দিয়েছি।

Advertisement

তিনি বলেন, ভারত থেকে আমাদের বেশি দামে চাল কিনতে হচ্ছে বলে আমরাও বেশি দরে বিক্রি করছি। তবে তাদের পুরাতন কেনা সাত বস্তা চাল ছিল সেটি বর্তমান দামে বিক্রি করা হচ্ছে বলে স্বীকার করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর চালের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাতে খাদ্য মন্ত্রণালয়ের গঠিত আটটি টিম গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

ওইদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরুর খবর পেয়ে পালিয়ে যান রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের চাল ব্যবসায়ীরা। জরিমানা এড়াতে তারা এ পন্থা বেছে নেন বলে জানান কৃষি মার্কেটের পাইকারি চালবাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম মন্টু।

এদিকে অবৈধভাবে চালের মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাতে খাদ্য মন্ত্রণালয় থেকে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নির্দেশনা দেওয়া হচ্ছে।

বোরোর ভরা মৌসুমে চালের দামের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে গত সোমবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, ভোক্তাকে স্বস্তি দিতে প্রয়োজনে শুল্ক কমিয়ে চাল আমদানি করবে সরকার।

 

এমএইচএম/এমকেআর/জেআইএম