দেশজুড়ে

ফরিদগঞ্জে ব্যাংকসহ ৭ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

ফরিদগঞ্জ উপজেলা সদরের পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ও দুইটি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ভস্মীভূত হয়েছে। এসময় আগুনের তীব্রতায় মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখার সাইনবোর্ড ও সামনের গ্লাস ও ৫টি এসির বাহিরের অংশ এবং ৮০ লক্ষ টাকা মূল্যের সার্ভে মেশিন ক্ষতিগ্রস্ত হয়। শনিবার দুপুর ১২টার দিকে ওই রোডের কেরোয়া ব্রিজ সংলগ্ন মার্কেটের একটি লেপ-তোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সব মিলে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, কালু মিয়ার লেপ-তোষকের দোকান, রিপনের সেলুন, টেলু মিয়ার ও জামাল হোসেনের মুদি দোকান, নাছির হোসেনের কনফেকশনারি, তাহের মিয়ার মোবাইল ও রুস্তম আলীর সার-কিটনাশকের দোকান। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান,  দুপুর ১২টার দিকে হঠাৎ করেই এই অগ্নিকাণ্ডে তাদের সর্বস্ব শেষ হয়ে গেছে। আগুনের সংবাদ পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।চাঁদপুর সদর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. ইকবাল হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।এমএএস/এমএস

Advertisement