দেশজুড়ে

মোবাইল ফোন খুঁজতে গিয়ে ব্যবসায়ী নদীতে

নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে হাত পড়ে যাওয়া মোবাইল খুঁজতে গিয়ে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ রহুল আমীন (৪৫) উপজেলার দশাল গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, রাতে উপজেলার শিবগঞ্জ ফেরিঘাট থেকে নিজের খাবারের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে নৌকায় করে সোমেশ্বরী নদী পার হচ্ছিলেন রহুল আমীন। এমন সময় তার সঙ্গে থাকা মোবাইলটি হাত থেকে নদীতে পড়ে যায়। পরে তা খোঁজতে নদীতে ঝাঁপ দেন তিনি। এরপর থেকে তাকে আর খোঁজ পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন ও পুলিশ নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান জাগো নিউজকে জানান, নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে পুলিশ সকাল থেকে কাজ করছে।কামাল হোসাইন/এআরএ/এমএস

Advertisement