ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলার বিভিন্ন সীমান্তে ১৪ কেজি গাঁজা ও ৬৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে ১২-বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। তবে মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।বিজিবি জানায়, ভোরে আখাউড়া উপজেলার মিনারকোট সীমান্ত এলাকায় ঘাগুটিয়া বর্ডার আউটপোস্টের (বিওপি) হাবিলদার মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে। একই সময়ে বিজয়নগর উপজেলার মহেষপুর সীমান্ত এলাকায় চন্ডিদ্বার বর্ডার আউটপোস্টের (বিওপি) হাবিলদার মো. আতিয়ার রহমানের এর নেতৃত্বে বিজিবির আরেকটি দল অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সীমান্তের মাদক চোরাচালান প্রতিরোধসহ অন্যান্য অপরাধ নিমূলে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস
Advertisement