অর্থনীতি

রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে স্থানীয় নতুন উদ্যোক্তা ও ব্যাংকারদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী মহানগরীর কাজীহাটা এলাকায় বাংলাদেশ ব্যাংকের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক জিন্নাতুন বাকেয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামানসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, স্থানীয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও রাজশাহী অঞ্চলের সকল ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় ড. আতিউর রহমান রাজশাহী অঞ্চলের নতুন উদ্যোক্তা ও কৃষকদের বিভিন্ন ব্যাংক হতে স্বল্প সুদে ঋণ প্রদানের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সকলের প্রতি আহ্বান জানান। শাহরিয়ার অনতু/এআরএ/এমএস

Advertisement