আন্তর্জাতিক

তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

তুষারঝড়ের আঘাতে প্রায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। জরুরি অবস্থা জারি করা হয়েছে ওয়াশিংটনসহ ১০টি রাজ্যে। এছাড়া শুক্রবার থেকে শুরু হওয়া এ তুষারঝড় আগামী ৩৬ ঘণ্টা স্থায়ী হতে পারে বলে জানিয়েছে দিশটির আবহাওয়া বিভাগ। খবর-বিবিসির।সংবাদ মাধ্যমে জানানো হয়, দেশের রাজধানী ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বাল্টিমোর ও নিউইয়র্কে ক্রমেই বাড়ছে ঝড়ের প্রবণতা। এ অঞ্চলগুলোতে অবস্থানভেদে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। এসব রাজ্যে প্রায় ৫ কোটি মানুষ বসবাস করে।এছাড়া তুষারঝড়ের কারণে সমস্যা দেখা দিয়েছে বিমান চলাচলে। ৪ হাজার ৬৭৫টি ফ্লাইটের যাত্রা বিলম্বসহ বাতিল বরা হয়েছে ৬ হাজার ৩০০ ফ্লাইট। যার অধিকাংশই নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার বিমানবন্দরের ফ্লাইট। প্রায় ১ লাখ ১৪ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।নিউইয়র্কে শনিবার সকাল পর্যন্ত টানা তুষার ঝড়ে ১৮ থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারের স্তূপ জমে গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদফতর বলছে, অবস্থানভেদে নিউইয়র্কসহ বেশ কয়েকটি রাজ্যে এক রাতেই ৩০ ইঞ্চি (76cm) পর্যন্ত তুষার জমে যেতে পারে।আরএস/এমএস

Advertisement