ধাঁধা :১. ‘এমন জিনিস কি আছে হেথায়, না চাহিতে সবাই কিন্তু পায়।’২. ‘এমন কি জিনিস আছে এ ধরায়, মুখে দিলে যায় না না দিলেই যায়।’৩. ‘এমন কি কথা আছে, শুনলে রাগ হয়। কোথাও কেউ খুঁজে পায়নি, তবু শোনা যায়।’৪. ‘এমন কি বস্তু ভাই তিন অক্ষরে হয়, যা দিয়ে ধরাধম সদা পূর্ণ হয়। আদি বর্ণ বিহনে খেলার বস্তু হয়, শেষ বর্ণে আকারে সবাই মিষ্টি খায়।’উত্তর :১. মৃত্যু২. টোনা বা ঠুসি৩. ঘোড়ার ডিম৪. বাতাসএসইউ/এমএস
Advertisement