দেশজুড়ে

চুরির অপবাদ সইতে না পেরে ফাঁস নিলেন যুবক

জামালপুরের মাদারগঞ্জে চুরির অপবাদ সইতে না পেরে শাকিব তালুকদার (২২) নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Advertisement

সোমবার (৩০ মে) সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত শাকিব ওই এলাকার সাজ্জাত তালুকদারের ছেলে।

রোববার (২৯ মে) দিনগত রাতে পৌর শহরের গাবেরগ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। তার স্ত্রী ও ৯ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, গত কয়েকদিন আগে তার বিরুদ্ধে পিকআপ ভ্যানের ব্যাটারি চুরির মিথ্যা অপবাদ এনে মামলার ভয় দেখান তারই চাচাতো ভাই শাহজাদা তালুকদার। এতে তিনি আতঙ্কিত হয়ে ২৬ মে বাড়ি ছেড়ে চলে যান।

Advertisement

রোববার সন্ধ্যায় বাড়ি ফেরেন। ফিরে আসার পর আবারও নানান হুমকি ও চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়। এতে অপমানিত ও ভয় পেয়ে পাশের ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাকিবের মা ঝর্ণা বেগম বলেন, চুরির মিথ্যা অপবাদে আমার ছেলেটা দুনিয়া থেকে চলে গেল। আমি এর সুষ্ঠু বিচার চাই।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী জাগো নিউজকে বলেন, ছেলেটি দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত। তার বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে। মরদেহটি রাত তিনটায় উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নাসিম উদ্দিন/এফএ/জেআইএম

Advertisement