জাতীয়

হাতিরঝিলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর হাতিরঝিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Advertisement

সোমবার (৩০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মো. মামুন (২০) ও মো. ফাহিম (২২)। এর মধ্যে ফাহিম ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর মামুনের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজনকে এক সিএনজিচালিত অটোরিকশাচালক উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, মামুন নামের অন্য একজন ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। 

Advertisement

সন্তান কোলে নিহত মামুনের স্ত্রী কাজল আক্তারের আহাজারি

নিহত মামুনের স্ত্রী কাজল আক্তার জাগো নিউজকে জানান, তারা খবর পেয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন।

তিনি বলেন, আমার শ্বশুর বাড়ি স্বামী ময়মনসিংহহের ঈশ্বরগঞ্জ থানার দিলকেরুয়া গ্রামে। শ্বশুরের (মামুনের বাবা) নাম আব্দুল আলী। বর্তমানে আমরা ভাটারা থানার নতুন বাজার বারবিঘা এলাকায় পরিবার নিয়ে থাকি। আমাদের ঘরে তাছিন নামের ১৯ মাস বয়সী এক শিশুসন্তান রয়েছে। দুই ভাই-বোনের মধ্যে মামুন ছিল বড় সন্তান। সে ধানমন্ডি এলাকায় ফার্নিচারের দোকানে বার্নিশের কাজ করতো।

কাজী আল আমিন/আরএডি/এমকেআর/জেআইএম

Advertisement