খেলাধুলা

বান্দরবানে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন শুরু

‘আজ হাঁটবো, কাল দৌঁড়াবো’ এই স্লোগানে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন। শনিবার সকাল ৮টা ১৩ মিনিটে বান্দরবানের রুমা সড়কের ওয়াই জংশন থেকে এই ম্যারাথন শুরু হয়। উদ্বোধন করেন ৬১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান পিএসসি।বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের ম্যারাথনের আয়োজন করেছে এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার। এভারেস্ট একাডেমির পরিচালক ও এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম জাগো নিউজকে জানান, ২১.১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অংশগ্রহণকারীরা বান্দরবান শহরের রাজার মাঠে এসে ম্যারাথন শেষ করবেন। ম্যারাথনে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছেন। এরই মধ্যে সারাদেশ থেকে শতাধিক প্রতিযোগী ম্যারাথনে অংশ নিয়েছে বলে জানান তিনি।এএ/এআরএস/এমএস

Advertisement